কান্দরা রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কোভিড টিকাকরণ। তবে কি কলেজ শুরুর ঘণ্টা বাজতে চলেছে?

কান্দরা রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কোভিড টিকাকরণ। 

তবে কি কলেজ শুরুর ঘণ্টা বাজতে চলেছে?

করোনা কেড়ে নিয়েছে ছাত্রজীবনের অমূল্য সময়। পড়াশুনা, কলেজের আড্ডা, ক্যান্টিন এর ঝালমুড়ি সবই আজ অতীত। কেটে গেলো প্রায় দুটি বছর। ইতিমধ্যেই হু - এর এন্ডেমিক বার্তায় আসার আলো দেখছে ভারতের ছাত্রসমাজ। সরকার ইতিমধ্যেই যুব প্রজন্মের সম্পূর্ন টিকাকরণের উদ্যোগ নিয়েছে। 

তারই মাঝে পূজাপূর্বে ছাত্রছাত্রীদের জন্যে কোভিড ভ্যাকসিনেশনের ব্যবস্থা করলো পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের কান্দরা রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয়। কলেজ কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে দুই দিন ব্যাপী টিকা প্রদান  সম্পন্ন হচ্ছে। 



কলেজের পড়ুয়াদের ভ্যাকসিনেশনের প্রক্রিয়া সম্পর্কে কলেজের অধ্যক্ষ মহাশয় ড: মৃনাল কান্তি চট্টোপাধ্যায় বলেছেন "কলেজের ছাত্র-ছাত্রীরা নিয়ম শৃঙ্খলা মেনে ও সচেতন ভাবে ও উৎসাহের সাথে ভ্যাকসিন নিচ্ছে। এই দেখে তিনি আনন্দিত।" কলেজের ছাত্র-ছাত্রীদের ভ্যকসিনেশন  নিয়ে মতামত অনেকেরই একইরকম। পঞ্চম সেমিস্টারের এক ছাত্র বলেন যে তারা প্রথম সেমিস্টারের পর থেকে দীর্ঘ দুই বছর ধরে কলেজ খোলার অধীর আগ্রহে আছে। এছাড়া কলেজ খুললে তারা তাদের স্বাভাবিক ছন্দে আবার ফিরতে পারবে বলে জানান ওই ছাত্র। 

কেতুগ্রামের বিধায়ক মাননীয় শেখ শাহানেওয়াজ মহাশয় কলেজ খোলার প্রসঙ্গে জানান যে, "তিনি চেষ্টা করছেন সরকার কলেজ খোলার নির্দেশ দেওয়ার আগেই কলেজে সকল ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিনেশনের প্রক্রিয়া সম্পন্ন করতে। যার ফলে কলেজ খোলার পর সকল ছাত্র-ছাত্রীগণ নির্ভয়ে কলেজে আসতে পারে "। এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের মাধ্যমে ছাত্রসমাজ আশাবাদী যে খুব শীঘ্রই তাদের আবার কলেজের পঠন-পাঠন শুরু হতে চলেছে।



-----------------------------------------------------------------------------

জিত দা এবং সাহিল সেইখ এর রিপোর্ট।

ছবি: চিরঞ্জিত দাস বৈরাগ্য।

মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগ,

কান্দরা রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয়।

Comments