কান্দরা রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কোভিড টিকাকরণ। তবে কি কলেজ শুরুর ঘণ্টা বাজতে চলেছে?
কান্দরা রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কোভিড টিকাকরণ।
তবে কি কলেজ শুরুর ঘণ্টা বাজতে চলেছে?
করোনা কেড়ে নিয়েছে ছাত্রজীবনের অমূল্য সময়। পড়াশুনা, কলেজের আড্ডা, ক্যান্টিন এর ঝালমুড়ি সবই আজ অতীত। কেটে গেলো প্রায় দুটি বছর। ইতিমধ্যেই হু - এর এন্ডেমিক বার্তায় আসার আলো দেখছে ভারতের ছাত্রসমাজ। সরকার ইতিমধ্যেই যুব প্রজন্মের সম্পূর্ন টিকাকরণের উদ্যোগ নিয়েছে।
তারই মাঝে পূজাপূর্বে ছাত্রছাত্রীদের জন্যে কোভিড ভ্যাকসিনেশনের ব্যবস্থা করলো পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের কান্দরা রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয়। কলেজ কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে দুই দিন ব্যাপী টিকা প্রদান সম্পন্ন হচ্ছে।
-----------------------------------------------------------------------------
জিত দা এবং সাহিল সেইখ এর রিপোর্ট।
ছবি: চিরঞ্জিত দাস বৈরাগ্য।
মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগ,
কান্দরা রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয়।
Comments
Post a Comment